ভুয়া নার্স ধরা পড়লেন, ৩ ক্লিনিককে জরিমানা | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: দিনাজপুরের বিরামপুরে ভুয়া নার্স হিসেবে কর্মরত মার্জিয়া খাতুন (৩১) নামের এক নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি অন্যের সনদ জালিয়াতি করে পৌরশহরের মর্ডান ক্লিনিকে নার্স হিসেবে কাজ করছিলেন। সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ৩টায় তাকে আটক করা হয় এবং বিরামপুর থানা হেফাজতে রাখা হয়েছে।

আটক মার্জিয়া খাতুন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দৌলতপুর এলাকার আব্দুস সামাদের মেয়ে।

একই অভিযানে অনুমোদনহীনভাবে ক্লিনিক পরিচালনার দায়ে তিনটি ক্লিনিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাপ্রাপ্ত ক্লিনিকগুলো হলো:
রাজু ডায়াগনস্টিক সেন্টার
মর্ডান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
নিউ মর্ডান ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নুজহাত তাসনিম আওন জানান, “অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে এসব ক্লিনিক পরিচালিত হচ্ছিল। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা এবং ভুয়া নার্সকে আটক করা হয়েছে।”

এ ঘটনায় স্বাস্থ্যসেবার মান ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Post a Comment

0 Comments