টেকনাফে ডাকাত নবী হোসেনের দুই সদস্য আটক: সামরিক পোশাক ও বিপুল মালামাল জব্দ | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ থেকে ডাকাত নবী হোসেন দলের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ। আটক দুইজনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং বাজারে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সামরিক পোশাকের ছয়টি শার্ট, ২০টি প্যান্ট, একটি ব্যাটারি, দুটি সোলার প্যানেল, ২০০ কেজি চাল এবং ১০০ কেজি ডাল জব্দ করা হয়।

আটকরা হলেন উখিয়ার ক্যাম্প ৮ এর মো. আলীর ছেলে ইমন (২৫) ও ক্যাম্প ১৭ এর আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস (১৫)।

সেনাবাহিনী জানিয়েছে, ডাকাত নবী হোসেনের সামরিক আস্তানায় প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য রয়েছে যারা মিয়ানমার থেকে মাদক নাফ নদী পার করে আনে, জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে এবং অপহৃতদের মুক্তিপণ আদায় করে।

সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ হোয়াইক্যং বাজারে অবস্থানরত ডাকাত দলের সদস্যদের খোঁজে অভিযানে যায় এবং তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে জব্দকৃত সামরিক পোশাক ও মালামাল নবী হোসেনের আস্তানায় নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।

Post a Comment

0 Comments