বাবা বেঁচে ফিরলেও পুড়ে গেল মেয়ে হুমায়রা: উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রভাষকের একমাত্র সন্তানের করুণ মৃত্যু

সিবি ডেক্স: ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমায়রা। শিশুটির বাবা, দেলোয়ার হোসেন রানা, ওই একই শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক। প্রতিদিন বাবা-মেয়ের একসঙ্গে স্কুলে আসা-যাওয়ার সেই রুটিন এখন শুধুই স্মৃতি। সোমবার দুপুরে বিমান বিধ্বস্তের আগুনে মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ বাবা আজও বেঁচে আছেন, কিন্তু সন্তানহীন।

হুমায়রা ছিল রানা ও তাঁর স্ত্রীর একমাত্র সন্তান। পরিবারটি উত্তরার একটি ফ্ল্যাটে বাস করত। শিক্ষকতা পেশায় থাকা রানা তার মেয়েকে নিজের স্কুলেই ভর্তি করেছিলেন, যেন প্রতিদিন চোখের সামনে রাখতে পারেন। কিন্তু সেই স্কুলেই আগুন হয়ে ঝরে গেল তাঁর প্রাণপ্রিয় মেয়ে।

হুমায়রার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া এলাকায়। নিহতের চাচাতো ভাই কাউসার আহমেদ জানান, মরদেহ গ্রহণের জন্য পরিবারের একাধিক সদস্য ঢাকায় অবস্থান করছেন।

স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক সুজন বলেন, “ছুটি পেলেই দেলোয়ার হোসেন স্ত্রী ও কন্যাকে নিয়ে গ্রামে আসতেন। হুমায়রার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় হতেয়া কেরানীপাড়া গাবলের বাজার মাঠে হুমায়রার জানাজা অনুষ্ঠিত হবে।

এই ট্র্যাজেডি কেবল একটি পরিবারের নয়—এটি গোটা জাতির হৃদয়ে গভীর ক্ষত হয়ে রইলো।

Post a Comment

0 Comments