বিমান বিধ্বস্তের আগুনে ছেলে বেঁচে গেলেও নিখোঁজ মা আফসানা প্রিয়া: মাইলস্টোন ট্র্যাজেডির বেদনার নতুন অধ্যায়

সিবি ডেক্স: উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের এক অভিভাবক—আফসানা প্রিয়া। তাঁর ছেলে, তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহিকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা গেলেও, মা আফসানা প্রিয়ার কোনো সন্ধান মিলছে না।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের মাঠে বিধ্বস্ত হয়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ও দগ্ধতা।

আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে স্কুলে দিয়ে অভিভাবক কক্ষে অপেক্ষা করছিলেন। হঠাৎ বিধ্বস্ত বিমান ও তার আগুন এক কক্ষে ছড়িয়ে পড়ে। তখন অভিভাবকরা সন্তানদের উদ্ধারে ছুটে যান। সেই মুহূর্তেই নিখোঁজ হয়ে যান আফসানা প্রিয়া।

আফসান ওহির পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকার ওহাব মৃধার স্ত্রী আফসানা প্রিয়া। স্বামী ওহাব একজন ব্যবসায়ী। পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজের অংশ নেন, তবে বহু খোঁজাখুঁজির পরও আফসানার কোনো সন্ধান মেলেনি।

ওহাবের বড় ভাই দুলাল মৃধা বলেন, “আমরা সবাই খুঁজেছি, এখনো খুঁজছি। কেউ যদি তাঁর খোঁজ পেয়ে থাকেন, অনুগ্রহ করে কন্ট্রোল রুম বা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।”

এই ঘটনাটি উত্তরার বিমান দুর্ঘটনার আরও একটি হৃদয়বিদারক দিক সামনে আনলো—যেখানে সন্তান জীবিত, কিন্তু তার মায়ের কোনো খবর নেই।

Post a Comment

0 Comments