স্ত্রীকে গলা কেটে হত্যা: রামুর মো. রাশেদকে মৃত্যুদণ্ড দিল কক্সবাজার ট্রাইব্যুনাল

সিবি ডেক্স: কক্সবাজারের রামু উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে মোহাম্মদ রাশেদ (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি মোহাম্মদ রাশেদ আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মো. রাশেদ জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাসিন্দা এবং মৃত নূর আহমদের পুত্র। নিহত স্ত্রী বুলবুল আকতার একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়ার মৃত আবুল খায়েরের মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে বুলবুল আকতারকে গলাকেটে নির্মমভাবে হত্যার চেষ্টা চালায় তার স্বামী মো. রাশেদ। গুরুতর আহত বুলবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২৮ জুলাই) তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ মোহাম্মদ রাশেদকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

তবে একই মামলায় অভিযুক্ত রাশেদের বোন ও ভগ্নিপতি অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মীর মোশাররফ হোসেন টিটু। রায় ঘোষণার পর মো. রাশেদকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Post a Comment

0 Comments