'সুদর্শন পুরুষ’ নয়, ‘স্টাইলিশ এওয়ার্ড’! এডলফ খানের অবস্থান স্পষ্ট

সিবি ডেক্স: মডেল ও ফ্যাশন ডিরেক্টর এডলফ খানকে নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক ও ট্রল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—তিনি নাকি “দেশের সেরা সুদর্শন পুরুষের পুরস্কার” পেয়েছেন। তবে এ তথ্যকে ভিত্তিহীন দাবি করে নীরবতা ভেঙেছেন এডলফ নিজেই। জানিয়েছেন, তিনি পেয়েছেন ‘সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর’-এর স্বীকৃতি, কোনো সুন্দর প্রতিযোগিতার পুরস্কার নয়।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এডলফ খান বলেন, “আমি কখনো কোথাও বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন। আমি একজন শিক্ষিত-সচেতন-স্পষ্টভাষী মানুষ। আল্লাহ প্রদত্ত মেধা, জ্ঞান, উদারতা, এবং ভালোবাসা বিলিয়ে দিতেই আমি এখানে। আমাকে নিয়ে তর্ক না করে বরং বিবেচনা করুন, আমি কখনো এমন দাবি করতেই পারি কি না?”

তিনি আরও বলেন, “আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। বরাবরই ব্যতিক্রমী ছিলাম, হবোও। তাই আমি শুধু ‘এডলফ খান’ হতে চেয়েছি, অন্য কারো মতো নয়।”

সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে এডলফ লেখেন, “যারা ভুল সংবাদ ছড়ালেন, আমার বাবার অসুস্থতার সময় আমাকে বিব্রত করলেন, তারা উপকার করতে চেয়েছিলেন না অপকার? বিবেক আর ক্ষমা—এই শব্দ দুইটি চিনুন।”

কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেও শোবিজে প্রবেশ করেন এডলফ খান, ২০০৮ সালে বুলবুল টুম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে। পরবর্তীতে তিনি কাজ করেন র‌্যাম্প মডেল হিসেবে, আর চিত্রনায়িকা নিপুণের অধিকাংশ সিনেমায় ছিলেন স্টাইল ডিজাইনার। বিজ্ঞাপন ও টিভি নাটকেও রেখেছেন সক্রিয় উপস্থিতি।

বিভ্রান্তির মুখে থেকেও এডলফ খান নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন—সুন্দর নয়, স্টাইলিশ, সেটাই তাঁর পরিচয়।

Post a Comment

0 Comments