সাংবাদিকতা হারাল এক সাহসী কণ্ঠ! চলে গেলেন রিমন

প্রেস বিজ্ঞপ্তি: সত্য ও ন্যায়ের পথে আপোষহীন কণ্ঠস্বর সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই। প্রথাবিরোধী এই অনুসন্ধানী কলমযোদ্ধার মৃত্যুতে শোকস্তব্ধ সাংবাদিক সমাজ।

দৈনিক বাংলা ভূমির প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন এবং অসংখ্য সহকর্মী রেখে গেছেন।

রিমন ছিলেন এমন এক সাংবাদিক, যিনি কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। সাহসের সঙ্গে তিনি লিখেছেন ক্ষমতাবানদের বিরুদ্ধে, প্রকাশ করেছেন বহু আলোড়ন সৃষ্টিকারী অনুসন্ধানী প্রতিবেদন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তার সততা, পেশাদারিত্ব ও সাহসিকতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

সাংবাদিকতা ছিল তাঁর কাছে দায়িত্ব, সত্য প্রতিষ্ঠা ছিল ব্রত।

এই গুণী সাংবাদিকের মৃত্যুতে কক্সবাজার বুলেটিন পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সম্পাদক মো: মনছুর আলম বলেন, “সাইদুর রহমান রিমনের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার আলোকবর্তিকা। তাঁর সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব সব সাংবাদিকের জন্য অনুকরণীয়।”

সাংবাদিক সমাজ, পাঠক ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে রিমন ভাই বেঁচে থাকবেন তার কলমের শক্তিতে।

Post a Comment

0 Comments