রাশিয়ার আঞ্চলিক জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল ৩ থেকে ৪ মিটার পর্যন্ত। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ভূমিকম্পে রাশিয়ায় কয়েকজন আহত হয়েছেন।
শক্তিশালী কম্পনের পরপরই রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপানের হোক্কাইডো থেকে শুরু করে কিউশু পর্যন্ত উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা আরোপ করা হয়।
জাপান সরকারের পক্ষ থেকে উপকূলবর্তী বাসিন্দাদের সরে যেতে আহ্বান জানানো হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ঢেউয়ের উচ্চতা ৩–৪ মিটার ছাড়াতে পারে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, আলাস্কা, হাওয়াই ও গুয়ামে জারি করা হয়েছে সতর্কতা।
হাওয়াইয়ের রাজধানী হনুলুলুর জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক সতর্কবার্তায় জানিয়েছে—“ধ্বংসাত্মক সুনামি ঢেউ প্রত্যাশিত, পদক্ষেপ নিন!” ইতিমধ্যে হাওয়াইয়ের বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।
এই দুর্যোগ কতটা ভয়াবহ হবে তা এখনই বলা না গেলেও, ভূমিকম্প ও সুনামির বিপর্যয় এড়াতে সংশ্লিষ্ট দেশগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
0 Comments