১৫শ টমটম লাইসেন্স বাতিল! প্রশাসকের হস্তক্ষেপে টানটান উত্তেজনা

সিবি ডেক্স: টমটম লাইসেন্স ইস্যুতে কক্সবাজার শহরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ ১৫শ’র মতো ইজিবাইকের লাইসেন্স বাতিল করে তা ট্রাফিক বিভাগে অবহিত করেছে।

কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ বলেন, “লাইসেন্সগুলো বাতিল করে ট্রাফিক বিভাগকে চিঠি দিয়েছি। এখন আটকাবে কে? ওনারা আটকাবে। আমি তো বাতিল করেছি, তার মানে—এ নাম্বারগুলোর আর কোনো বৈধতা নেই।”

তিনি আরও জানান, তাঁর জানা মতে পৌরসভা ৪০০টির মতো বৈধ টমটম লাইসেন্স দিয়েছিল। বাকিগুলো জোরপূর্বক হস্তান্তর করা হয়েছে। “হস্তান্তর করতে নিষেধ ছিল, কিন্তু তারা জোর করে বাকি গুলো নিয়ে গেছে। তাই আমি সব লাইসেন্স স্থগিত করেই দিলাম”—বলেন তিনি।

এই ঘোষণার পরপরই লাইসেন্সধারীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে—যারা বৈধভাবে পৌরসভা থেকে লাইসেন্স নিয়েছেন, তাঁদের ভবিষ্যৎ কী?

এদিকে ট্রাফিক বিভাগ বলছে, পৌরসভার নির্দেশনা তারা অনুসরণ করবেন, তবে এ সংক্রান্ত বিস্তারিত যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই লাইসেন্স বাণিজ্য নিয়ে অভিযোগ ছিল। নতুন প্রশাসনের কড়া অবস্থান সেই অনিয়মের বিরুদ্ধে বার্তা কি না, তা নিয়েও চলছে আলোচনা।

Post a Comment

0 Comments