সিবি ডেক্স: কক্সবাজারে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ জন পুলিশ সদস্যের পোশাকে সংযুক্ত করা হয়েছে বডি ওর্ন ক্যামেরা। আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে দায়িত্ব পালনের সময় পুলিশের অডিও ও ভিডিও কার্যক্রম রেকর্ড করা সম্ভব হবে, যা স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তায় নতুন মাত্রা যুক্ত করবে।
আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্যামেরাগুলো বিতরণ করা হয়। জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীন ৩৫ জন পুলিশ সদস্যের হাতে এই ক্যামেরা হস্তান্তর করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, ‘আমরা জনগণের পুলিশ হতে চাই। বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, জনগণের আস্থা অর্জন এবং পুলিশের পেশাগত আচরণ পর্যবেক্ষণ সহজ হবে। পর্যটননির্ভর শহর কক্সবাজারে প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।’
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে থানা ও ফাঁড়ির টহল দল, ট্রাফিক ইউনিট, ডিবি এবং বিশেষ অভিযানে অংশ নেওয়া সদস্যদের মধ্যে এই বডি ক্যামেরা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে অন্যান্য ইউনিটেও এই প্রযুক্তির বিস্তৃতি ঘটানো হবে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, এই রেকর্ডিং সিস্টেমের জন্য প্রয়োজনীয় সার্ভার ও সফটওয়্যার সিস্টেম স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে ক্যামেরা ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, এই উদ্যোগে পুলিশের পেশাদারিত্ব যেমন বাড়বে, তেমনি মিথ্যা অভিযোগ থেকে সদস্যরা সুরক্ষা পাবেন, তদন্ত হবে আরও স্বচ্ছ এবং জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আরও বিশ্বাসভিত্তিক।
0 Comments