রামুতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

রামু, কক্সবাজার — কক্সবাজারের রামু উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর একজনের মৃত্যু হয়েছে, অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রবিউল আলম (৪)। সে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম ঘোনার পাড়ার বাসিন্দা রবিউল হাসানের ছেলে। আহত মো. আনাস (৩) একই এলাকার সাইফুল ইসলামের সন্তান। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহেল জানান, সকালবেলা দোকানে যাওয়ার পথে দুই শিশু পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল আলমকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত আনাসকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়। নিহত রবিউল আলম নানাবাড়িতে বেড়াতে এসেছিল। নিহত ও আহত দুই শিশু মামাতো–ফুফাতো ভাই।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈয়বুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা বলছেন, শিশুদের চলাচলের পথঘেঁষা উন্মুক্ত জলাধারগুলোতে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক ও স্থানীয় প্রশাসনের আরও যত্নবান হওয়া জরুরি।

Post a Comment

0 Comments