চাঁদা তুলতে গিয়ে গুলশানে গ্রেপ্তার ছাত্রনেতা রিয়াদ

সিবি ডেক্স: রাজধানীর অভিজাত এলাকা গুলশানে সমন্বয়কের পরিচয়ে চাঁদা তুলতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

গুলশান থানা সূত্রে জানা যায়, এই চক্রটি কয়েক দিন আগে সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রথমে তারা ১০ লাখ টাকা আদায় করেও নেয়।

তারা বাকি টাকা আনতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের গুলশান থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজনৈতিক পরিচয় ও ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে এভাবে চাঁদাবাজির ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি যেমন প্রশ্নের মুখে পড়েছে, তেমনি রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার এবং সুশৃঙ্খল আন্দোলনের নামে অপরাধপ্রবণতা সমাজে বড় বার্তা দিচ্ছে।

Post a Comment

0 Comments