নিহত সৈয়দ নূর (৩৫) রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ জুলাই) একদল অজ্ঞাত অপহরণকারী তাকে জিম্মি করে নেয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধও করেন। এরপরও অপহরণকারীরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় গভীর জঙ্গলে।
স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, “এই অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে রোহিঙ্গাসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
এই নৃশংস ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা শিবিরসংলগ্ন এলাকায় অপহরণ, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধ দিন দিন বাড়ছে। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন।
0 Comments