ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্ট এলাকায়। বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি জানান, রাতে ডিউটিরত পুলিশের একটি দল ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা কালো বোরকা পরা এক নারীকে চেকপোস্ট অতিক্রম করতে দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে এবং তিনি ক্যাম্পে প্রবেশ সংক্রান্ত কোনো বৈধ তথ্য দিতে পারেননি।
পরিস্থিতি বেগতিক বুঝে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে দ্রুত আটক করে। পরে বোরকা খুলে দেখা যায়, তিনি একজন পুরুষ—পরিচয় প্রকাশ পায় তার নাম রসিদ আহমদ, যিনি একজন রোহিঙ্গা।
ওসি গিয়াস উদ্দিন আরও বলেন, “আটক রোহিঙ্গা যুবক ছদ্মবেশ ধারণ করে ডাকাতি, অপহরণ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরে সন্ত্রাস, মাদক ও অপহরণ চক্রের সক্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করায় এমন ছদ্মবেশী অপরাধীরা প্রায়ই ধরা পড়ছে।
0 Comments