পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে মোমেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হন। তিনি সায়েদাবাদ গ্রামের আকতার মিয়ার স্ত্রী।
হামলায় আরও ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। ঘটনার সময় বাড়িঘরে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।
ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার সন্ধ্যায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিবারের কেউ থানায় মামলা করতে আসেননি, এমনটি জানিয়েছেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ।
এ ঘটনায় সেনাবাহিনী, র্যাব, ডিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সোহেল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫টি বন্দুক ও ৩৫টি গুলি উদ্ধার করা হয়।
গুরুত্বপূর্ণ হলো, এই সোহেল মিয়া একটি আলোচিত হত্যা মামলার প্রধান আসামি। অভিযোগ রয়েছে, কিছুদিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে তার চাচাতো ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী শান্তা ইসলামকে গুলি করে হত্যা করেন সোহেল।
পুলিশ জানিয়েছে, সোহেলকে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, “পাল্টাপাল্টি হামলায় নিহত নারীর বিষয়ে এখনও কেউ মামলা করেনি। পরিবারকে মামলা করতে বলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
তবে স্থানীয়দের অভিযোগ, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বারবার অভিযোগ সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর আগাম হস্তক্ষেপ না করায় এই সংঘর্ষ এড়ানো যায়নি।
0 Comments