জামালপুরে ৭৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী-দেবর পালিয়ে গেছে রাতের অন্ধকারে

সিবি ডেক্স: জামালপুরের মেলান্দহ উপজেলায় বিশেষ অভিযানে ৭৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার রায়ের বাকাই এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া নারীর নাম মোছা. সুজেদা (৩৮)। পুলিশের ভাষ্যমতে, অভিযানের সময় তার স্বামী মো. বেলাল এবং দেবর মো. দুলাল পালিয়ে যান রাতের অন্ধকারের সুযোগে।

পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাওয়া যায় ৪টি প্লাস্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো ২৮টি প্যাডি গাঁজা। মোট ওজন ৭৪ কেজি এবং যার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২০ হাজার টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সোহেল মাহমুদ জানান, “পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

স্থানীয় সূত্র জানায়, মেলান্দহের চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই মাদক পাচার, সংরক্ষণ ও বিক্রির গোপন নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, যাকে কেন্দ্র করে নতুন প্রজন্ম মাদকাসক্ত হয়ে পড়ছে। এ ধরনের বড় মাপের উদ্ধার স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, একটি চক্র নিয়মিত নারীদের ব্যবহার করে মাদক পাচারে যুক্ত হয়ে পড়েছে। গ্রেপ্তার সুজেদা ঠিক এমন একটি চক্রেরই অংশ বলে পুলিশের প্রাথমিক ধারণা।

Post a Comment

0 Comments