প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: “খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহযোগিতা ও শৃঙ্খলার বীজ বপন করতে হবে। খেলাই পারে জাতিকে এগিয়ে নিতে।”
তিনি আসন্ন ৩য় ওয়ার্ল্ড বীচ চুকবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সাফল্যও কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য নাসির উল্লাহ লাবলু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সোহেল আহমেদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান উদ্দিন রুবেল, যিনি একইসঙ্গে এই প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কারী।
১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ পরিচালনা করছেন জাতীয় দলের খেলোয়াড় ও প্রশিক্ষক মো. আলমগীর ও মো. আরাফাত রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং সকলেই কালো ব্যাজ ধারণ করেন। একইসঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
0 Comments