যুক্তরাষ্ট্রে কর্মরত শিক্ষকের কক্সবাজারের বাড়িতে হামলা, নিন্দায় উত্তাল উত্তর আমেরিকার বাঙালি শিক্ষাবিদরা

সিবি ডেক্স: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী শিক্ষাবিদ ড. জাহেদ আরমানের পারিবারিক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশি কমিউনিকেশন স্কলার্স ইন নর্থ আমেরিকা (BCSNA)। একইসাথে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বুধবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এসব দাবি জানায় গোষ্ঠিটি। বর্তমানে ড. আরমান যুক্তরাষ্ট্রের ফ্রেমিংহ্যাম স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশন, মিডিয়া ও পারফরম্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

বিবৃতিতে বলা হয়, একজন বিএনপি নেতার মৃত্যুর পরপরই ড. আরমানের বাড়িতে হামলা হয়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র ভাঙচুর করে, স্বর্ণালংকার, নগদ টাকা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ড. আরমানের পরিবার চরম মানসিক বিপর্যয়ে পড়েছে।

ড. আরমানের ভাষ্য অনুযায়ী, এই হামলা মূলত খাসজমি সংক্রান্ত একটি স্থানীয় বিরোধ থেকে উদ্ভূত হলেও একটি মহল ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিতে চাচ্ছে। মুখোশধারী একটি সংঘবদ্ধ চক্র শুধু আরমানের নয়, অঞ্চলের একাধিক বাড়িতে হামলা চালিয়েছে।

বিশেষ উদ্বেগের বিষয় হলো—ড. আরমানের ৭০ বছর বয়সী পিতা ও তার ছোট ভাই আরাফাতকে এখন হত্যা মামলায় মিথ্যাভাবে জড়ানো হয়েছে। অথচ তার বাবা গুরুতর শারীরিক জটিলতায় চিকিৎসাধীন এবং তার ভাই চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি ঘটনার সময় কক্সবাজারে ছিলেনই না।

BCSNA-এর বিবৃতিদাতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ড. আরমানের পরিবারের নিরাপত্তা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ক্ষমতার অপব্যবহার ও স্থানীয় বিরোধের রাজনৈতিকীকরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Post a Comment

0 Comments