মাইলস্টোন ট্র্যাজেডি: কক্সবাজারের আলবীরা এখন সুস্থ!

সিবি ডেক্স: মাইলস্টোন ট্র্যাজেডিতে গুরুতর আহত কক্সবাজারের ১০ বছর বয়সী রুবাইদা নূর আলবীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শুক্রবার রাতে তাকে হাসপাতালের ওয়ার্ড থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলবীরা এখন শঙ্কামুক্ত।

গত মঙ্গলবার তার পুড়ে যাওয়া হাতে অস্ত্রোপচার এবং মুখে প্লাস্টিক সার্জারি করা হয়। তার বাবা জসিম উদ্দিন জানিয়েছেন, মেয়ের শরীরের প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে এবং মুখমণ্ডলেও কিছুটা ক্ষতি হয়েছিল। তবে অস্ত্রোপচার সফল হওয়ায় এখন সে বিপদমুক্ত অবস্থায় রয়েছে।

গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত হন এবং অনেকে আহত হন। আহতদের তালিকায় ছিল ছোট্ট আলবীরাও।

আলবীরার সুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর আবেগভরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার। কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা ও বাজারঘাটা মদিনা স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যারের মালিক জসিম উদ্দিন সামাজিক মাধ্যমে জানান, “আল্লাহর অশেষ রহমতে, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আমাদের আলবীরা এখন কেবিনে।”

তিনি আরও বলেন, আলবীরার জন্য যারা দোয়া করেছেন, পাশে ছিলেন, খোঁজ নিয়েছেন—বিশেষ করে কক্সবাজারের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সমাজ, সংবাদকর্মী, অনলাইন চ্যানেল ও সংবাদপত্র—সবার প্রতি আমাদের পরিবার কৃতজ্ঞ। তিনি জানান, গণমাধ্যম তার মেয়ের খবর তুলে ধরে মানুষের দোয়া চেয়েছে, অনেকে মোবাইলে যোগাযোগ করেছেন, মসজিদ-মাদ্রাসায় দোয়া করেছেন, এমনকি মন্দির ও প্যাগোডায়ও প্রার্থনা করা হয়েছে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে জসিম উদ্দিন বলেন, “আমার মেয়ে আলবীরার পক্ষ থেকেও আপনাদের প্রতি রইল ভালোবাসা ও কৃতজ্ঞতা।”

Post a Comment

0 Comments