তিনদিনব্যাপী ভারী বর্ষণের শঙ্কা, কক্সবাজারসহ পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

সিবি ডেক্স: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামী ৭২ ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভূমিধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বিকেল ৫টা থেকে আগামী তিন দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং নগর এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলাগুলোকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিপাত স্বাভাবিক মোনসুন ব্যবস্থার একটি অংশ হলেও সৃষ্ট লঘুচাপ ও ভূমির গঠনগত দুর্বলতা ভূমিধসের আশঙ্কাকে বাড়িয়ে দেয়।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়ি বসতিতে বসবাসকারীদের সতর্ক করা হচ্ছে, তারা যেন ঝুঁকিপূর্ণ স্থানে না থাকেন।

এছাড়া নগরবাসীদেরও জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments