“মানবসৃষ্ট দুর্যোগ থামালেই বাঁচবে ভবিষ্যৎ”: কক্সবাজারে জলবায়ু ও এনডিসি ৩.০ বিষয়ক সভায় গুরুত্বপূর্ণ বার্তা

সিবি ডেক্স: কক্সবাজারে অনুষ্ঠিত একটি পরামর্শ সভায় বক্তারা বলেছেন, মানবসৃষ্ট দুর্যোগ বন্ধ করা গেলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অনেকটাই রোধ করা সম্ভব। জলবায়ু সঙ্কটকে শিশু ও কিশোরদের জীবন-জীবিকার এক ভয়াবহ হুমকি হিসেবে উল্লেখ করা হয়।

সোমবার (২২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও ইউনিসেফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় “জলবায়ু পরিবর্তন ও এনডিসি ৩.০” বিষয়ক এ সভা। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিশু-কিশোর ও যুব প্রতিনিধিরা এতে অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন:

> “জলবায়ু দুর্যোগ মোকাবিলা একটি বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো কঠিন হলেও মানবসৃষ্ট দুর্যোগ রোধ করে অনেক ক্ষতি এড়ানো সম্ভব।”



ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত নয়, শিশুদের অধিকার এবং নিরাপদ ভবিষ্যতেরও বড় সঙ্কট। বাংলাদেশে জলবায়ুর পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরাই, অথচ তারা এই সংকটের জন্য দায়ী নয়। তাই এনডিসি ৩.০ প্রণয়নে শিশু-যুবদের মতামত অন্তর্ভুক্ত করা জরুরি।

সভায় আলোচনায় অংশ নেন:

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনী

ইউনিসেফের জলবায়ু বিশেষজ্ঞ ভ্যালেন্টিনা স্পিনেডি

সামাজিক ও আচরণ পরিবর্তন কর্মকর্তা তানিয়া সুলতানা

জেলা তথ্য অফিসার মো. আবদুছ ছাত্তার


আলোচনায় উঠে আসে নবায়নযোগ্য শক্তি, টেকসই কৃষি, বন সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার বিভিন্ন দিক।

সভা শেষে উপস্থিত কিশোর-কিশোরীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। শুরুতে ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Post a Comment

0 Comments