স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, জোয়ারের সময় সাগরের পানি বেড়ে গিয়ে দ্রুত গতির ঢেউ মেরিন ড্রাইভ সড়কের উপর আঘাত হানছে। এর ফলে প্রতিদিন একটু একটু করে ভাঙন হচ্ছে। কলিম উল্লাহ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, “জিওটিউব বাঁধ থাকার পরও পানির ধাক্কা ঠেকানো যাচ্ছে না। ফলে সড়কের কিছু অংশ ভেঙে যাচ্ছে।”
ভাঙনের ফলে সাগরের পানি প্রবেশ করছে পাশের চাষের জমিতে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মেরিন ড্রাইভের জিরো পয়েন্ট এলাকার প্রায় এক থেকে দেড়শ ফুট অংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে। এই অবস্থা চলতে থাকলে পুরো অংশটাই বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগেও চলতি বছরের ৩০ মে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টেকনাফের মুন্ডার ডেইল ও বাহারছড়া শীলখালী এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছিল।
টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, সাবরাং, সদর ইউনিয়ন ও শাহপরীর দ্বীপের দিকে সড়কের ভাঙন এখন চোখে পড়ার মতো। পূর্বের ভাঙন কিছুটা মেরামত করা গেলেও নতুন করে আবার ভাঙন শুরু হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “মেরিন ড্রাইভের কয়েকটি অংশে ভাঙন দেখা দিয়েছে বলে শুনেছি। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
তবে স্থানীয়দের দাবি—শুধু শুনে নয়, দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়ে মেরিন ড্রাইভকে রক্ষা করতে হবে। না হলে এই উপকূলীয় সড়ক শুধু যোগাযোগ নয়, কৃষি ও জীবিকাকেও হুমকির মুখে ফেলবে।
0 Comments