১১ দিন নিখোঁজ! অষ্টম শ্রেণির ছাত্রীর খুঁজ নেই

সিবি ডেক্স: বগুড়ায় মোছা. কবিতা (১৪) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ১১ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ছাত্রীটি অপহরণের শিকার হয়েছে। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলেও মেয়েটিকে উদ্ধার করা যায়নি—যা নিয়ে তার পরিবার গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে।

নিখোঁজ কবিতা বগুড়া শহরের সুত্রাপুর গোহাইল রোড এলাকার মনোয়ার হাকিম কবিরের মেয়ে এবং স্থানীয় সেন্ট্রাল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ১৪ জুলাই দুপুরে বগুড়া শহরের এডওয়ার্ড পৌর পার্ক থেকে নিখোঁজ হয় সে। পার্কে ঘুরতে গিয়ে তার পরিচয় হয় আছমা আক্তার (১৯) নামে এক তরুণীর সঙ্গে। সেই আছমাই তাকে নিয়ে যান মমইন ইকো পার্কে। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই।

পরদিন কবিতার পরিবার পার্কে খোঁজ করতে গিয়ে আছমার সঙ্গেই দেখা পায়। তিনি জানান, মেয়েটিকে ইকো পার্কে নিয়ে গিয়েছিলেন কিন্তু পরে আর কিছু জানেন না। তবে কবিতার পরিবারের দাবি, আছমাই পরিকল্পিতভাবে কবিতাকে কয়েকজন যুবকের হাতে তুলে দেন।

এই অভিযোগের ভিত্তিতে কবিতার বাবা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে প্রথমে পিয়াস (২৫), শরিফুল ইসলাম (২০) ও সরণ হোসেন (২৮) নামে তিন যুবককে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আছমা আক্তারকেও আটক করা হয়।

বগুড়া সদর থানার এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, “গ্রেপ্তারকৃতরা সবাই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে।” এখনও দুইজন পলাতক রয়েছে, যাদের ধরতে পারলেই হয়তো ছাত্রীটির অবস্থান জানা সম্ভব হবে বলে মনে করছেন তার স্বজনেরা।

নিখোঁজ কবিতার ভাই তন্ময় রাজ বলেন, “আমরা নিজেরাও খুঁজছি। পুলিশ চেষ্টা করছে—তবে এখনো আমরা বোনের খোঁজ পাইনি। আমরা চাই, সে যেন নিরাপদে ফিরে আসে।”

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর বলেন, “আমরা চেষ্টা থামাইনি। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, মেয়েটিকে উদ্ধারের জন্য একাধিক টিম কাজ করছে।”

এখন সবচেয়ে বড় প্রশ্ন—একটি কিশোরী কোথায় আছে, কেমন আছে—কেউ জানে না। এই অনিশ্চয়তা, এই উৎকণ্ঠা গোটা পরিবার ও সমাজের সামনে বড় এক প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment

0 Comments