হাল্ক হোগান আর নেই! রেসলিং দুনিয়ায় শোক

সিবি ডেক্স: WWE ইতিহাসের কিংবদন্তি, রিংয়ের বেতাজ বাদশা হাল্ক হোগান আর নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই) ফ্লোরিডার নিজ বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আসল নাম টেরি জিন বোলিয়া হলেও, বিশ্ব তাকে চিনত 'হাল্ক হোগান' নামে—রেসলিংয়ের ইতিহাসে এক জীবন্ত প্রতীক। তিনি শুধু একজন রেসলার ছিলেন না, ছিলেন কোটি ভক্তের অনুপ্রেরণা, এক মানবিক চরিত্র। WWE-এর ইতিহাসে সুপারস্টারদের তালিকায় তাঁর নাম বরাবরই প্রথম সারিতে থাকবে।

বন্ধুদের প্রতি তাঁর উদারতা, ভক্তদের প্রতি ভালোবাসা এবং রিংয়ের বাইরের ব্যক্তিত্ব তাকে আরও অনন্য করে তুলেছিল। তাঁর মৃত্যুতে রেসলিং বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার বন্যা।

বিশ্বজুড়ে রেসলিংপ্রেমীরা আজ একসাথে এক কিংবদন্তিকে হারানোর বেদনায় নিমজ্জিত।

Post a Comment

0 Comments