চট্টগ্রামে দুদকের পিপি হলেন পেকুয়াপুত্র মোকাররম!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মোকাররম হোসাইন। সম্প্রতি দুদকের পক্ষ থেকে তাঁর এ নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

এডভোকেট মোকাররম হোসাইন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণে নিজেকে আইন অঙ্গনে প্রতিষ্ঠিত করেন। ইতিপূর্বে তিনি চট্টগ্রামের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল এডভাইজর হিসেবেও তিনি দায়িত্ব পালন করে আসছেন।

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সন্তান এডভোকেট মোকাররম পেশাগত জীবনে একজন নীতিবান, দায়িত্বশীল এবং জনপ্রিয় আইনজীবী হিসেবে পরিচিত। তাঁর পিতা মোহাম্মদ আমিন সিকদার এবং মাতা মোছাম্মৎ হোসনে আরা বেগম।

পারিবারিক জীবনেও তিনি সফল। তাঁর স্ত্রী আইনুন জারিয়াহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপিকা। তাঁদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান।

মোকাররম পরিবারের অন্যান্য সদস্যরাও শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁর ছোট ভাই মীর মোহাম্মদ আকরাম হোসাইন একজন সুপরিচিত সাংবাদিক। বর্তমানে তিনি চ্যানেল টুয়েন্টিফোর- এ সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে চট্টগ্রামে কর্মরত।

দুদকের নতুন এই নিয়োগকে চট্টগ্রামের আইনজীবী মহল ইতিবাচকভাবে দেখছে। তাঁদের মতে, এডভোকেট মোকাররম হোসাইনের সততা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা দুদকের কার্যক্রমে নতুন গতি আনবে।

নিয়োগের প্রতিক্রিয়ায় এডভোকেট মোকাররম বলেন, “রক্তস্নাত বিপ্লবের পর নতুন বাংলাদেশে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকতে পারে না। রাষ্ট্রপক্ষ দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে থাকবে। প্রসিকিউশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের এতটুকু ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।”

Post a Comment

0 Comments