রোববার (৩ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী এসব জরিমানা প্রদান করা হয়।
অভিযানকালে দোকানগুলোকে নিয়মিত হালনাগাদকৃত মূল্য তালিকা টানানো এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে এসিল্যান্ড রূপায়ন দেব জানান, মোবাইল কোর্ট পরিচালনার সময় কক্সবাজার জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও চকরিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
0 Comments