সিবি ডেক্স: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক শনাক্ত হয়েছে। এ অবস্থায় আগামীকাল শনিবার (২ আগস্ট) সকালে তার বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, দেশের ভেতরে এবং বাইরে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী, ভাই-বোনদের প্রতি অনুরোধ—ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আহ্বান জানানো হোক। তিনি আরও বলেন, “আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা এবং সক্ষমতা দিয়ে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন।”
উল্লেখ্য, শফিকুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দলীয় নেতাকর্মীরা তার সর্বোচ্চ সুস্থতার জন্য উদ্বিগ্ন।
0 Comments