স্টিভ জবস কন্যার রাজকীয় বিয়ে!

সিবি ডেক্স: অ্যাপল ইনকরপোরেশনের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের কন্যা ইভ জবস এবার পা রাখছেন জীবনের নতুন অধ্যায়ে। ৮১ কোটি টাকার রাজকীয় আয়োজনে তিনি বিয়ে করতে যাচ্ছেন অলিম্পিক স্বর্ণপদক জয়ী অশ্বারোহী হ্যারি চার্লসকে।

বর্তমানে ২৭ বছর বয়সী ইভ জবস ছিলেন মাত্র ১৩ বছরের কিশোরী, যখন তার বাবা স্টিভ জবস পৃথিবী থেকে বিদায় নেন। সেই কিশোরী আজ আন্তর্জাতিক ফ্যাশন আইকন এবং একজন শিক্ষিত নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই তারকা জুটির বিয়ে, যার আনুমানিক খরচ ধরা হয়েছে ৬.৭ মিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ কোটি ৩৭ লাখ টাকা!

এই বিয়েতে অতিথিদের তালিকায় থাকতে পারেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কিংবদন্তি ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন।

ইভ জবস ১৯৯৮ সালের ৯ জুলাই জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে। তিনি ২০২১ সালে বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। ফ্লোরিডার ওয়েলিংটনের ‘আপার এচেলন একাডেমি’তে পড়াশোনাকালে ঘোড়ায় চড়ার কৌশল শেখেন। সেখানেই সম্ভবত তার পরিচয় হয় হ্যারি চার্লসের সঙ্গে।

বিশ্বজুড়ে অ্যাপলপ্রেমীদের মধ্যে এই বিয়ে নিয়ে চলছে তুমুল আলোচনা।

Post a Comment

0 Comments