মহিলা কলেজে শিক্ষার্থী সংবর্ধনা ও কাউন্সিলিং

কক্সবাজার মহিলা কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. অহিদুল ইসলাম।

তিনি বক্তব্যে বলেন, অনেক পরিবার আর্থিক অক্ষমতা, যাতায়াত, থাকা–খাওয়া ও নিরাপত্তাজনিত কারণে সন্তানকে বাইরে উচ্চশিক্ষার জন্য পাঠাতে পারেন না। এমন পরিবারগুলোর জন্য কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি বড় সুযোগ তৈরি করেছে। উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা কক্সবাজারবাসীর জন্য বিশ্ববিদ্যালয়টি মাইলফলক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ছলিমুর রহমান। শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্দেশনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সুযোগ-সুবিধা ও বর্তমান অবস্থান তুলে ধরেন এবং নৈতিক, দক্ষ ও উচ্চশিক্ষিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে শিক্ষার্থীদের কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিবিআইইউ এর হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মলই সরকার, সহকারী পরিচালক (প্রমোশন) দরবেশ আলী এবং ইংরেজি বিভাগের প্রভাষক সামিয়া আফরোজ। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) ইমাম খাইর। স্বাগত বক্তব্য দেন সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীর।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএলবি, ইংলিশ, ইসলামিক স্টাডিজ, বিবিএ, কম্পিউটার সায়েন্স এবং হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট—এই ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। এছাড়া ইসলামিক স্টাডিজ, এমবিএ ও ইংরেজিতে মাস্টার্স এবং ট্যুরিজম, কম্পিউটার সায়েন্স ও ইংরেজিতে সার্টিফিকেট কোর্সও চালু আছে। এসব বিষয়ে নতুন সেমিস্টারে ভর্তি চলছে।

Post a Comment

0 Comments