টেকনাফে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্লাইন্ড ক্রিকেট আয়োজন

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারের টেকনাফে দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী খেলা ‘ব্লাইন্ড ক্রিকেট’ টুর্নামেন্ট। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ পৌরসভা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আগত ২৪ জন দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড় নিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (NGDO) আয়োজিত এ আয়োজনকে সহযোগিতা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিবিএম গ্লোবাল (CBM Global) এবং সমতার বাংলাদেশ ক্যাম্পেইন (Shomotar Bangladesh Campaign)। শহীদ মোস্তাক টিম ও শহীদ জুয়েল টিম নামে দুটি দল মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন এবং সঞ্চালনা করেন এ ফোর সি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর কবির হোসেন। টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূর হোসাইন, টেকনাফ উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ফরহাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা ও সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে এই উদ্যোগ সমাজে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশ, অধিকার রক্ষা ও সক্ষমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন।

পরিশেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Post a Comment

0 Comments