হাটহাজারীতে সড়ক থেকে নারীর মরদেহ

চট্টগ্রামের হাটহাজারীতে আঞ্চলিক মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রাম–নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হলেও তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তাঁদের ধারণা, নারীটি মানসিক ভারসাম্যহীন হতে পারেন এবং ভোরে রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি; পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Post a Comment

0 Comments