৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার

সিবি ডেক্স: কক্সবাজার, চট্টগ্রাম শহর ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া উপজেলায় স্থানীয়রা কম্পন টের পান। একই সময়ে চট্টগ্রাম শহরেও ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে।

স্থানীয়দের মতে, ভূকম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ডের মতো। এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ভৌগোলিক সীমানার ভেতরে।

Post a Comment

0 Comments