চট্টগ্রামের লোহাগাড়ায় নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাসান রিয়াদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ চরম্বা ইউনিয়নের লেয়াকতের পাড়ার আবদুল কদ্দুসের ছেলে; তিনি স্থানীয় জমছড়ি ব্রিজের পাশে দোকান পরিচালনা করতেন।
রিয়াদের মামাতো ভাই আকিল জানান, বড়হাতিয়া এলাকায় নানাবাড়িতে খাওয়া-দাওয়া শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রিয়াদ। কলেজের সামনে পৌঁছালে কক্সবাজারমুখী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্বজনরা দ্রুত সেখানে ছুটে যান।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মুরাদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
0 Comments