খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে ফখরুল

সিবি ডেক্স: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁকে নিয়ে হাসপাতালে হাজির হন।

তবে হাসপাতাল থেকে ফিরে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল।

এর আগে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান ফটক ও আশপাশে ব্যারিকেড বসানো হয়। দেশি–বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবনে তাঁর দীর্ঘদিনের অবদান উল্লেখ করে তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভারতের পক্ষ থেকে যেকোনো সহযোগিতার প্রস্তুতির কথা জানান।

Post a Comment

0 Comments