উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ব্যাগ থেকে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবির তথ্যমতে, সোমবার ভোর রাত ৩টা ২০ মিনিটে বালুখালী বিওপির বিশেষ টহলদল কাকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার বিপি-৩০ থেকে ৭০০ গজ ভেতরে টহল চলাকালে মিয়ানমার দিক থেকে তিনজনকে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। উপস্থিতি টের পেয়ে তারা হাতে থাকা কালো কাপড়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।

পরে ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে রাখা বায়ুরোধী দুইটি নীল প্যাকেট থেকে মোট ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে ভোর পর্যন্ত তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, মাদক ও চোরাচালান দমনে কঠোর অবস্থানে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবির ৬৪ উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ ও অবৈধ চোরাচালান দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

Post a Comment

0 Comments