বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত মুখ রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি দলটির প্রতি আনুগত্য ঘোষণা করেন।

যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। বিএনপি দুবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশে গণতন্ত্রকে রক্ষা করেছে— একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকবার খালেদা জিয়া।” তার দাবি, বিএনপির নেতৃত্ব দেশের নতুন প্রজন্মের স্বপ্ন পূরণে সক্ষম, এবং দলটির ভিশন সময়ের সঙ্গে বদলেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়ার যোগদান বিএনপির জন্য গর্বের বিষয়। তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনে রেজা কিবরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রেজা কিবরিয়া হবিগঞ্জ–১ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির ঘোষিত ২২৭ আসনের তালিকায় ওই আসনটি ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সালের নির্বাচনে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গত এক দশকে রেজা কিবরিয়ার রাজনৈতিক যাত্রায় একাধিক দল-পরিবর্তন দেখা গেছে— ২০১৮ নির্বাচনের আগে গণফোরামে যোগ দিয়ে তিনি দলটির সাধারণ সম্পাদক হন, পরে দল বিভক্ত হলে নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানেও বিভক্তির পরে তিনি আমজনতার দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। অবশেষে বিএনপিতে যোগ দিয়ে তিনি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলেন।

Post a Comment

0 Comments