কাউয়ারখোপ কৃষকদলের সভাপতি মনজুর আলম

মিজানুর রহমান, রামু: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন কৃষক দলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনজুর আলম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রামু উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলিমুর রহমান মিয়াজী ও সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফারুক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল হুদা।

নতুন সভাপতি মনজুর আলম বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হলে দলীয় ঐক্যের বিকল্প নেই। তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে সবার এক হয়ে মাঠে থাকা প্রয়োজন।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রামু উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ জিহাদী বলেন, ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Post a Comment

0 Comments