কক্সবাজারে শ্রমিকদের কম্বল বিতরণ

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শীতার্ত পরিবহন শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছে রুরাল এরিয়া এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট (রেশডু)। শীতবেগে শ্রমিকদের সহায়তায় এগিয়ে আসা এই সংগঠনের উদ্যোগে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবদুস সালাম।

রেশডু ফাউন্ডার ও এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোহাম্মদ ইয়াছিন, সমিতির সহসভাপতি সাজ্জাদ হোসেনসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতা।

অতিথিরা রেশডুর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শ্রমিকদের দুর্দিনে এ ধরনের সহায়তা মানবিক দায়িত্ব পালনের উজ্জ্বল দৃষ্টান্ত বলেও তারা মন্তব্য করেন।

Post a Comment

0 Comments