সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া গণতন্ত্র পরিষদের কক্সবাজার জেলার আওতাধীন চকরিয়া পৌরসভা কমিটি গঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) জেলা সভাপতি ছব্বির আহম্মদ সিকদার এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বেলালুল মোস্তফা ১২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রেস সচিব মোস্তাক আহমদ।
নবগঠিত কমিটিতে মো. জমির উদ্দিনকে সভাপতি, শামশুল আলমকে সাধারণ সম্পাদক এবং মামুনুর রশিদ প্রঃ মামুন সওদাগরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়াও নুরুল আমিনকে সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব সাইফুল ইসলাম ও শাহাজ উদ্দিনকে সহ-সভাপতি, এবং মো. কাইরু, হুমায়ুন কবির ও হেলাল উদ্দিনকে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, নতুন এই কমিটি চকরিয়া পৌরসভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে।
0 Comments