চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টা সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই অর্ধদিবস কর্মবিরতি অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালে আসা রোগী ও স্বজনদের ভোগান্তি হয়।
কর্মবিরতির সময় ফার্মেসির বিনামূল্যে ওষুধ বিতরণ, রক্ত পরীক্ষা, এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন রোগ নির্ণয় সেবা বন্ধ ছিল। হাসপাতালের ওয়ার্ড ও সেবাকেন্দ্রগুলোয় কর্মবিরতির ব্যানার ঝুলতে দেখা যায়। তবে জরুরি ও অন্যান্য সেবা স্বাভাবিক ছিল। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের একজন কর্মচারী জানান, কর্মবিরতির কারণে এক্স-রে সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
জানা যায়, আন্দোলনরত কর্মচারীরা চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ-সমাবেশে যোগ দেন। বক্তারা অভিযোগ করেন, অন্যান্য ডিপ্লোমাধারীরা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। ডেঙ্গুসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে কাজ করেও তাঁরা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
আন্দোলনকারীরা জানান, একই দাবিতে আগামীকাল বৃহস্পতিবার চমেক হাসপাতালে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। দুপুর ১২টায় কর্মবিরতি শেষ হলে হাসপাতালের সেবা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে দেখা যায়। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
0 Comments