টিএফআই সেল গুম মামলায় আজ শুনানি

আওয়ামী লীগ সরকারের সময় টিএফআই সেলে আটক, গুম এবং নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জন। তাদের মধ্যে সাতজন পলাতক, আর বাকি ১০ জন বর্তমানে গ্রেপ্তার অবস্থায় থাকা সেনা সদস্য, যারা বিভিন্ন সময়ে র‌্যাবে কর্মরত ছিলেন।

শুনানিকে কেন্দ্র করে গ্রেপ্তার ১০ সেনা সদস্যকে আদালতে হাজির করার প্রস্তুতিতে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এ মামলার সংবেদনশীলতা বিবেচনায় অতিরিক্ত পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, রামপুরায় জুলাই-আগস্টে ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। একইভাবে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) আটকে রেখে নির্যাতনের অভিযোগে আরেক মামলার ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রোববার হবে।

এদিকে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়া জেড আই খান পান্না ব্যক্তিগত সিদ্ধান্তে নিজেকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১১ অক্টোবর সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়—তারা ১৫ কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে।

Post a Comment

0 Comments