আলীকদমে শান্তি চুক্তির বর্ণিল উদযাপন

ফরহাদ আহমদ সজল, বান্দরবান: শান্তি চুক্তি স্বাক্ষরের ২৮ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, শান্তি সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করেছে আলীকদম সেনাজোন (৩১ বীর)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আলীকদম উপজেলা প্রশাসন চত্বর থেকে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৩১ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশিকুর রহমান আকিক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম, সামরিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর সেনাজোন এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেনাজোনে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।

শোভাযাত্রায় আলীকদমের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাক, ব্যানার ও ফেস্টুনে অংশগ্রহণ করায় শোভাযাত্রায় উৎসবের রঙ আরও বেড়ে যায়।

শান্তি সমাবেশে বক্তারা পাহাড়ে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান। তাঁরা শান্তি চুক্তির ইতিবাচক প্রভাব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং পার্বত্য অঞ্চলের সম্প্রীতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

উচ্ছ্বাসমুখর পরিবেশে শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপনের সব আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

Post a Comment

0 Comments