আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী ও তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা পরিষদ হলরুমে উদয়াঙ্কুর সেবা সংস্থার উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়ন ও অ্যাকশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্পের আওতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সংলাপ শুরুর আগে জেলা পরিষদ থেকে শাপলা চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্যানার–ফেস্টুন হাতে নারী, যুব, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন। র্যালি শেষে সংলাপে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা নির্বাচনি প্রচারণা ও আচরণবিধি নিয়ে নানা প্রশ্ন তুলে ধরেন।
তাদের প্রশ্নে উঠে আসে—পিভিসি ব্যানারের ব্যবহার, গাছে পেরেক ঠুকে পোস্টার লাগানো, প্রচারণায় শিশু ব্যবহারের অনিয়ম, সাইবার বুলিং, জোরপূর্বক ভোটদানে চাপ সৃষ্টি এবং টিপসই নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়।
সংলাপে আরও আলোচিত হয়—নারী ও যুবদের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করতে নানা বাধা; প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের উৎসাহ, সংরক্ষিত নারী আসনের সীমাবদ্ধতা ও জনসচেতনতা তৈরির প্রয়োজনীয়তা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ূন কবির, জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা সালমা খাতুন, কুড়িগ্রাম হাবের সাধারণ সম্পাদক এম. রশিদ আলী এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা হাবের সভাপতি সাইদা ইয়াছমিন।
0 Comments