ব্যাংক–বীমায় বড় সংস্কারের ঘোষণা বিএনপির

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও বীমা খাতে ব্যাপক সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে বেশ কিছু ইনস্যুরেন্স প্রতিষ্ঠান গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হচ্ছে। শুধু ইনস্যুরেন্স নয়, ব্যাংক ও বীমা খাত জুড়েই দলীয় বিবেচনায় প্রতিষ্ঠিত বহু আর্থিক প্রতিষ্ঠান অর্থনীতি ও সাধারণ মানুষের ক্ষতি করেছে। তাঁর ভাষায়, “এ রকম অন্তত ২০টি কোম্পানি আছে যারা লুটপাটের মধ্যে দিয়ে গেছে—এদের জবাবদিহির আওতায় আনতেই হবে।”

আমীর খসরু জানান, বিএনপি সরকার গঠন করলে ব্যাংক ও বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় বড় ধরনের কাঠামোগত সংস্কার করা হবে। দলীয়করণমুক্ত আর্থিক খাত গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি। তাঁর মতে, নির্বাচিত সরকারই সক্ষম হবে এসব প্রতিষ্ঠানে জবাবদিহি ফেরাতে, যা দীর্ঘ সময় ধরে উপেক্ষিত ছিল।

Post a Comment

0 Comments