পুরো বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে হুরে জান্নাত কাদিনা সর্বোচ্চ নম্বর অর্জন করে ‘সেরা শিক্ষার্থী’ নির্বাচিত হন। তার অধ্যবসায়, উপস্থিতি এবং আদর্শ আচরণ শিক্ষকবৃন্দের প্রশংসা কুড়িয়েছে।
যারা পুরস্কার পেয়েছেন—
৬ষ্ঠ শ্রেণি: মর্জিনা আক্তার
৭ম শ্রেণি: মোহাম্মদ আরমান
৮ম শ্রেণি: তাসনিয়া জিন্নাত
৯ম শ্রেণি: নকিব হাসান
১০ম শ্রেণি: জান্নাতুল ফেরদৌস
এ শিক্ষার্থীরা বছরের পুরো সময়ে অধ্যয়ন, আচরণ, শৃঙ্খলা ও উপস্থিতির ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি প্রধান শিক্ষক এন. বেলাল উদ্দিন বলেন, একজন শিক্ষার্থীর সাফল্য কেবল পরীক্ষার নম্বরে নয়—আচরণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নিয়মিত উপস্থিতিই প্রকৃত মানুষ গড়ে তোলে। এই পুরস্কার শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি সহকারী শিক্ষক মাওলানা রেজাউল করিম বলেন, বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত বিকাশ অত্যন্ত জরুরি। আগামীতে স্কুলের অগ্রগতিতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোবারক ইসলাম, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ মোছা, জাইতুন নাহার মুন্নীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দিয়ে শিক্ষকরা তাদের ভবিষ্যতের সফলতা কামনা করেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা তৈরি করে। শিক্ষার্থীরা জানান—এ ধরনের পুরস্কার তাদের পড়াশোনা ও আচরণগত উন্নয়নে নতুন অনুপ্রেরণা যোগাবে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে একটি স্মরণীয় দিন হয়ে ওঠে।
0 Comments