বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতির পেছনে ‘মেডিক্যাল অত্যাচার’কে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব মন্তব্য করেন।
হাসনাত বলেন, খালেদা জিয়ার উপর অতীতে ক্লিনিক্যাল অপারেশনের মাধ্যমে ‘মেডিক্যালি অত্যাচার’ করা হয়েছে। তিনি দাবি করেন, ‘জেলে থাকা অবস্থায় সঠিক চিকিৎসা নিতে দেওয়া হয়নি। চিকিৎসকদের ভয়-ভীতি ও হয়রানির মুখে পড়তে হয়েছে।’ তার বক্তব্য অনুযায়ী, এসব কারণেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটে।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন। গণতান্ত্রিক উত্তরণের লড়াইয়ের যে পথ, খালেদা জিয়া যেন তা দেখে যেতে পারেন।’ তিনি আরও দাবি করেন, দেশব্যাপী বিভিন্ন মতাদর্শের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
অতিসংবেদনশীল ও কঠোর বক্তব্য দিয়ে তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মানুষই নয়, পৃথিবীর বহু মানুষ তার জন্য দোয়া করছেন। উনি যেন সুস্থ হয়ে ওঠেন এবং… “ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন”।’
(উক্তি—বক্তার সরাসরি বক্তব্য হিসেবে হুবহু রাখা হয়েছে।)
0 Comments