সিরিজ বাঁচাতে আজ আয়ারল্যান্ডে টাইগাররা

সিরিজে টিকে থাকার কঠিন পরীক্ষায় আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। প্রথম ম্যাচে ৩৯ রানের পরাজয়ে ১–০ ব্যবধানে পিছিয়ে পড়ায় জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে।

প্রথম টি–টোয়েন্টিতে জয়ের পরেও আইরিশ শিবির কোনো আনুষ্ঠানিক বিশ্রাম নেয়নি। শুক্রবার দুপুর থেকে তারা ঐচ্ছিক অনুশীলনে অংশ নিলেও প্রথম ম্যাচের একাদশে থাকা ক্রিকেটাররা সেই অনুশীলনে ছিলেন না। বিপরীতে, পরাজয়ের পরও পুরোপুরি বিশ্রামে ছিল বাংলাদেশের দল।

সিরিজের দ্বিতীয় ম্যাচও ব্যাটিং-বান্ধব উইকেটে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আজকের একাদশে বাংলাদেশ একাধিক পরিবর্তন আনতে পারে—একজন ব্যাটার ও একজন বোলারের জায়গায় রদবদলের সম্ভাবনা বেশি।

সিরিজ সমতায় ফেরার লক্ষ্যেই আজ মাঠে নামবে টাইগাররা, আর আয়ারল্যান্ডের সামনে সুযোগ সিরিজ নিশ্চিত করার।

Post a Comment

0 Comments