শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, স্থগিত সব ফ্লাইট!

সিবি ডেক্স: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার বিকেলে শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে সহায়তা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটও।

আগুন লাগার পরপরই নিরাপত্তাজনিত কারণে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকাগামী ফ্লাইটগুলো বিকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিছু আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে এবং ঢাকায় ছাড়ার অপেক্ষায় থাকা বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

বিমানবন্দরে কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর দুর্ঘটনা এড়াতে দ্রুত হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, “যেখানে আগুন লেগেছে তা আমদানি কার্গো অংশে, রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ রয়েছে।”

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments