ছনুয়ায় যুবদলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা প্রচার

এসএস খোকন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফেনীর ছনুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (তারিখ: উল্লেখিত) এই কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় যুবনেতা মাস্টার গিয়াস উদ্দিন মীর।

এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন মীর, ফেনী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য শাহ আলম সাগর, যুবনেতা আবু তাহের সোহেল, সাইফুল ইসলাম মুন্সি, আবদুল লতিফ সুমন, ওমর ফারুক বাপ্পি, শফিকুল ইসলাম মানিক, রাসেল পাটোয়ারী ও সাইফুল ইসলাম (কন্ট্রাক্টর)।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত আলী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”

স্থানীয় যুবদল কর্মীরা কর্মসূচিটিকে ঐক্য ও সংগঠন শক্তিশালী করার নতুন দিকচিহ্ন হিসেবে দেখছেন।

Post a Comment

0 Comments