জানা যায়, মইশড় গ্রামের কৃষক জুয়েল রানা, রফিকুল ইসলাম ও সাইনুর রহমান চলতি আমন মৌসুমে ওই এলাকায় ধান রোপণ করেছিলেন। গত কয়েক রাত ধরে দুর্বৃত্তরা তাদের জমিতে আগাছানাশক স্প্রে করে ধানগাছগুলো পুড়িয়ে দেয়। ফলে সবুজ ধানগাছগুলো ধীরে ধীরে সোনালি রঙ ধারণ করে শুকিয়ে ও পচে যাচ্ছে।
কৃষক জুয়েল রানা জানান, তিনি মইশড় মৌজায় ১ একর ১৫ শতক এবং বাখরপুর মৌজায় ৩৩ শতাংশ জমিতে ধান রোপণ করেছিলেন। দুর্বৃত্তদের কারসাজিতে প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। একই গ্রামের রফিকুলের ক্ষতি প্রায় ৮ লাখ টাকার কাছাকাছি, আর সাইনুর রহমানের ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকার মতো।
ক্ষতিগ্রস্ত তিন কৃষকই গত ৬ ও ১০ অক্টোবর ধামইরহাট থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ২৫৫, ৪৪৬ ও ৪৪৭।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, “কৃষকরা অভিযোগ করেছেন। আদালতের নির্দেশে আমাদের এএসআই মো. মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন করেছেন।”
স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে ঘটনাটির দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
0 Comments